অনুদান - বইপল্লব ফাউন্ডেশন



যেকোনো পরিমাণ অর্থ আপনি বইপল্লব ফাউন্ডেশনে অনুদান করতে পারেন; যার সম্পূর্ন অংশ ব্যবহার করা হবে সুবিধা ও শিক্ষা বঞ্চিত শিশুদের জন্য। পাশাপাশি মাঠ কার্যক্রম মূলক যেকোনো ইভেন্টে ব্যবহার করা হতে পারে এই অর্থ। উদাহরণ স্বরূপ, সুবিধা বঞ্চিত যেকেনো বয়সী মানুষের জন্য খাদ্য বিতরণ, শীতকালীন বস্ত্র বিতরণ অথবা সমাজ উন্নয়ন মূলক যেকোনো কার্যক্রম।


অনুদান করার নিয়মাবলি:
১. নিম্নোক্ত ফর্মে সকল তথ্য (সত্যায়িত) পূরণ করতে হবে।
২. বিকাশ অথবা নগদ এর মাধ্যমে অর্থ প্রেরণ করা যাবে। 
৩. আপনার বিকাশ অথবা নগদ ব্যক্তিগত হয়ে থাকলে রেফারেন্স বক্সে, #বইপল্লব_অনুদান লিখতে হবে। (ইচ্ছানুযায়ী)
৪. উক্ত নম্বরে অর্থ পাঠানোর সময় সর্তকতা অবলম্বনের সাথে অর্থ প্রেরণ করতে অনুরোধ করা হলো। (মোবাইল রিচার্জ/টপ আপ গ্রহণযোগ্য নয়)
৫. অর্থ প্রেরণের ২৪ ঘন্টার মধ্যে বইপল্লব ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বরূপ মেইল পাঠানো হবে। 

সর্বস্বত্ব স্বত্বাধিকার বইপল্লব ফাউন্ডেশন কর্তৃক সংরক্ষিত