পৃষ্ঠপোষকতা - বইপল্লব ফাউন্ডেশন

 


বইপল্লব ফাউন্ডেশনের প্রজেক্ট, ইভেন্ট (অনলাইন/অফলাইন) অথবা মাঠ পর্যায়ের যেকোনো আয়োজনে স্পনসর করা যাবে। পাশাপাশি নির্দিষ্ট খাতেও স্পনসর করার সুযোগ রয়েছে। যেকোনো কিছুর বিনিময়ে স্পনসরশীপ গ্রহণযোগ্য (অর্থ বা বই প্রাধান্য পাবে বেশি)। এছাড়াও বইপল্লব ফাউন্ডেশনের অভ্যন্তরীণ বা প্রাতিষ্ঠানিক বিষয়েও রয়েছে স্পনসর করার সুযোগ। 

স্পনসরশীপ পাঠানোর নিয়মাবলি:
১. নিম্নোক্ত ফর্মে সকল তথ্য (সত্যায়িত) পূরণ করতে হবে।
২. ফর্মের "মন্তব্য" নামক ঘরে স্পনসর করতে আগ্রহীমূলক চিঠি লেখা যাবে। তবে মেইলে পাঠানো বেশি গ্রহনযোগ্য পাবে।
প্রপোজাল পাঠানোর মেইল: boipallabofficial@gmail.com
৩. ফর্ম পূরণের পূর্বে মেইল ঠিকানায় স্পনসরশীপে আগ্রহীমূলক চিঠি পাঠানোর অনুরোধ করা হলো।
৪. মেইল এবং ফর্ম পূরণ করার ২৪ ঘন্টার মধ্যেই বইপল্লব ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রশংসা এবং নির্দেশনামূলক মেইল করা হবে।

সর্বস্বত্ব স্বত্বাধিকার বইপল্লব ফাউন্ডেশন কর্তৃক সংরক্ষিত