আমাদের সম্পর্কে


বইপল্লব ফাউন্ডেশন

বইপল্লব ফাউন্ডেশন হলো একটি অলাভজনক সংগঠন যারা সুবিধা ও শিক্ষা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে এবং বই কেন্দ্রিক নানামুখী আয়োজন করে থাকে৷ 
বইপল্লব ফাউন্ডেশনের অন্যতম মূল উদ্দেশ্য সুবিধা এবং শিক্ষা বঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী প্রদান সহ তাদের শৈশবের সময়টুকু আনন্দময় হিসেবে গড়ে তোলা। আমরা বিশ্বাস করি আমাদের ক্ষুদ্র একটি প্রয়াসে যদি একটি শিশুকে শিক্ষার আলোটুকু দেখাতে পারি তাহলে বই ভিত্তিক একটি আলোড়ন গড়ে তুলতে পারব। আমাদের সকলের প্রচেষ্টা একটাই অন্তত একটি শিশুকে যেন বইয়ের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত হতে না হয়। এছাড়াও বর্তমান সময়ের যুবকদের নানামুখী উন্নয়নেও কাজ করে যাচ্ছে বইপল্লব ফাউন্ডেশন। অনলাইন ও অফলাইনে প্রতিভা প্রকাশক ইভেন্টসহ, বিভিন্ন বিষয়ে ক্যাম্পেইন, উন্নয়নমূলক সেমিনার এবং বই কেন্দ্রিক আয়োজন করে থাকি আমরা। পাশাপাশি সবাইকে বই পড়া ও বইয়ের প্রতি আগ্রহ গড়ে তুলতে বিভিন্ন ধরনের কার্যক্রম আয়োজন করা হয়ে থাকে।


আমাদের যাত্রা

সময়টা ২০২০ সালের জুলাই-আগষ্ট এর।
কিছু বইপ্রেমী তরুণ একজোট হয়ে সিদ্ধান্ত নিলো তাদের মতন যারা চাইলেই নিজের পছন্দের বই হাতের কাছে পায় না, চাইলেই বই পড়ার আনন্দ কিংবা নতুন বইয়ের ঘ্রাণ নেয়ার সুযোগ পায় না তাদেরকে এই সুযোগটি দেয়ার। যেই সিদ্ধান্ত সেই কাজ। অনেকটা অগোছালো চিন্তাভাবনাকে একমুঠ করে সাথে আরো কিছু উদ্যমী তরুণ/তরুণীদের পথচলার সাথী হিসেবে পেয়ে যাত্রা শুরু করলো বইপল্লব ফাউন্ডেশন।
শুরু হলো বইপ্রেমীদের খোঁজা। তার একটি অংশ হিসেবে আরো কিছু বইপ্রেমী যোগ দিল এই আলোড়নে ক্যাম্পাস এম্বাসেডর হিসেবে। সকলের সম্মিলিত শ্রম এবং প্রচেষ্টায় সফলভাবে সম্পন্ন হলো বইভিত্তিক একটি ছোট্ট প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত প্রতিভাপ্রকাশক ফান্ড্রেইজিং ইভেন্ট। সেই ইভেন্ট থেকে সংগ্রহ করা শতভাগ অর্থ এবং  বইপ্রেমী তরুণ/তরুণীদের সম্মিলিত শ্রম এবং আর্থিক সহায়তায় বইপল্লব ফাউন্ডেশন ২০২১ সালের ২১শে জানুয়ারি প্রথমবারের মতন তাদের লক্ষ্য-কে একটু আলতোভাবে ছুঁয়ে দেখার সুযোগ পেলো। 

ভবিষ্যৎ এ আর্থিক সীমাবদ্ধতা গুলো কাটিয়ে উঠে বাংলাদেশের ৮টি বিভাগের ৬৪টি জেলার ৫শতাধিক উপজেলার প্রায় ৫সহস্রাধিক ইউনিয়নের সুবিধাবঞ্চিত নির্দিষ্ট সংখ্যক শিশুদের শিক্ষার উন্নয়নে ১২ মাসের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষা উপকরণ সরবরাহ করার পাশাপাশি নূন্যতম প্রাথমিক পর্যায় পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষার সকল দায়ভার বহন করার স্বপ্ন দেখে বইপল্লব ফাউন্ডেশন।

আমাদের অর্জনসমূহ

৭৫০০

বইপ্রেমী

৪৫০

হাসিমুখ

৪১০০

কমিউনিটি

১০০০

ব্লগ পাঠক

সর্বস্বত্ব স্বত্বাধিকার বইপল্লব ফাউন্ডেশন কর্তৃক সংরক্ষিত