বই অনুদান - বইপল্লব ফাউন্ডেশন

 


আপনার অনুদান করা বই হতে পারে নতুন পাঠক তৈরির হাতিয়ার। যেকোনো সংখ্যক বই আপনি অনুদান করতে পারেন বইপল্লব ফাউন্ডেশনে, যা বিভিন্ন বইমূলক কার্যক্রমে সম্পূর্ন ভাবে ব্যবহার করা হবে। পাশাপাশি বই কেন্দ্রিক যেকোনো ইভেন্টে বিনামুল্যে বই বিতরণ প্রজেক্টে ব্যবহার করা হতে পারে বইগুলো। 

বই অনুদান করার নিয়মাবলি:
১. নিম্নোক্ত ফর্মে সকল তথ্য (সত্যায়িত) পূরণ করতে হবে।
২. দেশের যেকোনো জেলা থেকেই সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা এসএ পরিবহনের মাধ্যমে অনুদান কর্তৃক বইগুলো পাঠানো যাবে। (বিশেষ ক্ষেত্রে বইপল্লব ফাউন্ডেশনের নিজস্ব কুরিয়ার পার্টনারের মাধ্যমে ঢাকা মেট্রোপলিটনের মধ্যে বই অনুদান করা যাবে)
৩. অনুদান করা বইগুলোর কুরিয়ার চার্জ বইপল্লব ফাউন্ডেশন নিজ দায়িত্বে বহন করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে নিজস্ব খরচে পাঠাতে উৎসাহিত করা হচ্ছে। 
৪. কুরিয়ার ঠিকানা লেখার সময় সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হলো
৫. অনুদান কর্তৃক বইগুলো কুরিয়ার করার পূর্বে ফর্ম পূরণ করতে অনুরোধ করা হলো। ফর্ম পূরণ করার ২৪ ঘন্টার মধ্যেই বইপল্লব ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার স্বরূপ মেইল পাঠানো হবে। কোনোরূপ বিলম্ব হলে বইপল্লব ফাউন্ডেশনের অফিশিয়াল ফেসবুক পেইজে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। 

সর্বস্বত্ব স্বত্বাধিকার বইপল্লব ফাউন্ডেশন কর্তৃক সংরক্ষিত